নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

0
162
0000

নাটোর কন্ঠ : নাটোরের বঙ্গজল এলাকায় বাড়ির ছাদে হাই ভোল্টেজ বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে পড়ে গিয়ে রাজু আহমেদ নামে এক পানি মিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাজু কাঁঠালবাড়িয়া এলাকার মোহাম্মদ আজিজ এর ছেলে।

রাজুর পরিবার ও স্থানীয়রা জানায়, বঙ্গজ এলাকার জাহিদ হাসানের বাড়িতে ছাদে পানির লাইনের কাজ করছিলেন রাজু। এমন সময় ছাদের পাশ দিয়ে বয়ে যাওয়া হাই ভোল্টেজ এর বৈদ্যুতিক তারের বিতাড়িত হন তিনি। এবং ছাদ থেকে নিচে পড়ে যান।

দ্রুত স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজুর মরদেহ রাজশাহী থেকে বাড়ির পথে রয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে চার কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে আবারো ৫ ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে