নাটোরে বুধবার ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ মোট ৮ জন করোনা আক্রান্ত, জেলায় ৯৬ জন

0
763
নাটোর করোনা আপডেট

নাটোর কণ্ঠ: নাটোরে আজ বুধবার ৬জন ও গত ভোর রাতে ঢাকা থেকে প্রাপ্ত ফলাফলে স্বনাধন্য নাটোর সদর হাসপাতালের অর্থপেডিক ডাক্তার তৈমুর রহমান সহ আরো ২ জন মোট ৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে নাটোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন। এদের মধ্যে ডাক্তার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে বড়াইগ্রামে  ২ জন , গুরুদাসপুরে ৩ জন এবং নাটোর সদরের ৩ জন(এরা হচ্ছেন চাঁদপুর এলাকার ১ জন, একজন ডাক্তার ও একজন উত্তর বড়গাছা এলাকার)। এছাড়া এদের মধ্যে বড়াইগ্রামে একজন স্বাস্থ্য কর্মি করোনা পজেটিভ রয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা সহ তাদরে সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআমি পৃথিবী বলছি -কবি কামরুন্নাহার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোর হাসপাতালে স্বনামধন্য অর্থোপেডিক ডাক্তার তৈমুর রহমান করনা আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে