নাটোরে ব্যাংকার, ছাত্রসহ জেনে নিন আজকের আক্রান্তদের বিস্তারিত তথ্য

0
846
নাটোর করোনা আপডেট

নাটোর কণ্ঠ:  নাটোরে আজ যে কয়জন করোনা আক্রান্ত হয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখন আপনাদেরকে জানানো হচ্ছে। আপনারা পূর্বের খবরে জেনেছেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে নাটোর জজকোর্টের কম্পিউটার অপারেটর কানাইখালি এলাকায় বসবাসকারী মাকসূরাতুন ও তার মা শিল্পী বেগম করোনা আক্রান্ত হয়েছেন।

নাটোরের হার্ড পয়েন্ট কানাইখালি সাংবাদিকদের বিচরণক্ষেত্র হিসেবে খ্যাত কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড সোনালী ব্যাংক শাখার কর্মরত একজন করোনান আক্রান্ত হয়েছেন, তার নাম হাবিল উদ্দিন। আজকে আক্রান্তদের মধ্যে অনেকেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এই যেমন নাটোরের উত্তর বড়গাছা নিবাসী শামীমা শিরিন চাকরি করেন জনতা ব্যাংক প্রধান শাখায়। তিনি গত ১২ তারিখে জ্বরে আক্রান্ত হলে নমুনা প্রদান করেছিলেন। এদিকে উত্তর বড়গাছা এলাকার ফরহাদ হোসেন আজ করোনান আক্রান্ত হয়েছেন তিনি চাকরি করেন ইসলামী ব্যাংক নাটোর শাখায়। অপরদিকে আহমেদপুর সোনালী ব্যাংক শাখার ম্যানেজার রওশন আহমেদ যিনি বসবাস করেন নাটোর সদরের তেবাড়িয়া এলাকায়, তিনি আজ করোনা আক্রান্ত হয়েছেন, পাশাপাশি একই শাখার সাইফুদ্দিন যিনি বসবাস করেন নাটোর সদরের বলাড়িপাড়া এলাকায় তিনিও আজ করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া নাটোর স্বাস্থ্য বিভাগের দুই ড্রাইভার আয়নাল হক ও রাকিব করোনা আক্রান্ত হয়েছেন। তারা থাকেন নাটোর সদরের তেলকুপি ও তেবাড়িয়া এলাকায়।

রিফাত তাসফিয়া ১৮ বছর বয়সের এক ছাত্র নলডাঙ্গার হাটবিলা এলাকার তিনি আজ করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে এ হৃদয় নামে আব্দুলপুর এর লালপুর উপজেলার আর এক ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে রাজশাহী সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের সাব্বির আহমেদ তিনি বসবাস করেন উত্তর লালপুরে তিনিও আজ করোনা আক্রান্তা হয়েছেন। এছাড়া ঢাকায় পড়াশোনা করতেন হাসিবুল নামে এক ছাত্র যিনি লালপুরের ইসলামপুর এলাকার বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর ছেলে সাঈদ মাত্র ১৬ বছর বয়সের ছাত্র তিনি ও করোনা আক্রান্ত হয়েছেন।

এছাড়া মোহরকয়া এলাকার সুমন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন কাদের, লালপুর গ্রীনভ্যালী পার্ক-এ চাকরি করেন আসিফ, পুরাতন ঈশ্বরদী এলাকার ব্যবসায়ী রাসেল, গুরুদাসপুর চাচকৈোর বাজারের ব্যবসায়ী প্রশান্ত কুমার মালি আজ করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবি আজাদুর রহমান‘এর একবান্ডিল কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে ছুরিকাঘাতে যুবক জখম, আটক ১

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে