নাটোরে ভাটার মাটি পরিবহনে নাটোর- তাহেরপুর সড়ক যেন মৃত্যুফাঁদ, প্রশাসন নিরব

0
1021

শামীম হোসেন সুমন,নাটোর কণ্ঠ: নাটোর তাহেরপুর সড়ক যেন হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।নাটোর হতে তাহেরপুর সড়ক মৃত্যুফাঁদে পরিণত হলেও প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। নাটোর তাহেরপুর সড়কের পাশে পুকুর খননের মাটি, রাস্তা দিয়ে গাড়ি বহনের সময় রাস্তায় মাটি পরে তা বৃষ্টির পানিতে গুলে রাস্তা হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।

স্থানীয়রা বলেন ,অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন হলেও প্রশাসন উদাসীন।ছাতনী ও মাছদিঘাতে তিনটি পুকুর খননের মাটি গাড়িতে ওভারলোড করেএই রাস্তা দিয়ে বহনের সময় রাস্তায় পড়ে আর হঠাৎ বৃষ্টিতে সেই মাটি গলে রাস্তা হয়ে উঠেছে মৃত্যুপুরীতে। এ রাস্তা ব্যবহারকারী মানুষের চলাচল হচ্ছে বিঘ্নিত, হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা।

নাটোর হতে তাহেরপুরগামী একাধিক মোটরসাইকেল চালক বলেন রাস্তায় কাদামাটি থাকার কারণে ব্রেক করলে হচ্ছে দুর্ঘটনা। মোটরসাইকেল চালাতে খুব অসুবিধা হচ্ছে। অন্য যানবাহন চালকদের দুর্ভোগ আরও মারাত্মক। কাদায় পিছলে অনেক যানবাহন রাস্তার পাশে পড়ে যেতে দেখা গেছে।

ছাতনী ইউনিয়ন যুবলীগের সভাপতি কুতুব উদ্দিন বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হচ্ছে পুকুর খনন।পুকুর খননের বিষয়ে অভিযোগ করলেও হয়নি কোন প্রতিকার। তিনি আরো বলেন পুকুর মালিকরা জনপ্রতিনিধি এবং প্রভাবশালী হওয়ায় প্রশাসনের লোকজন এসে পুকুর মালিকদের সঙ্গে কথা বলে চলে যান এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি তারা, রাস্তা দিয়ে এইসব মাটি বহনকারী অবৈধ যানবাহন চলাচলে সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা রাস্তা হচ্ছে নষ্ট।

এ বিষয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

পুকুর খননের ব্যাপারে আশু পদক্ষেপ না নিলে তিন ফসলি আবাদি জমি হবে নষ্ট অন্যদিকে রাস্তাঘাট হবে চলাচলের অনুপযোগী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধঅঙ্কনবিদ্যা – নিউইয়র্ক প্রবাসী কবি বেনজির শিকদার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে