বিশেষ প্রতিবেদক, নাটোর কণ্ঠ: মর্জিনার শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীদের সুদ ব্যবসায়ী মজনুর প্রাণনাশের হুমকি ——————–
# মর্জিনার ভাই সুদ ব্যবসায়ী মজনুর খুঁটির জোর কোথায়?
নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আটক কুখ্যাত সুদ ব্যবসায়ী মর্জিনার শাস্তির দাবীতে মানববন্ধনে অংশগ্রহণকারীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মজনু নামের এক সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে।। হুমকিদাতা মজনু শহরের রথবাড়ি এলাকার মৃত জলিল ওরফে জিপ্পির ছেলে এবং মর্জিনার সহোদর ভাই।।।
এলাকাবাসী জানান,গত ২৪ সেপ্টেম্বর সুদ ব্যবসায়ী মর্জিনা এবং তার পরিবারের সদস্যদের শাস্তির দাবীতে শহরের প্রেসক্লাবের সামনে অনুষ্টিত মানবন্ধনে রথবাড়ি,কালুর মোড়,ঘোড়াগাছা মহল্লার মানুষ অংশ নেয়। মানববন্ধনের পর থেকে অংশগ্রহণকরীদের বাসায় বাসায় গিয়ে এবং রাস্তায় ধরে হুমকি দিচ্ছে সুদ ব্যবসায়ী লাইলীর ভাই মজনু মিয়া। তিনি নিজেই সুদ ব্যবসার সাথে জড়িত। সোমবার দিনভর শহরের রথবাড়ি এলাকার ভ্যানচালক লতিফ খান,অশীতিপর বৃদ্ধ দুলাল মুরব্বী,দিনমজুর আরশাদ,গাজি,হৃদয়,মতিন গাজী,রুবেল,হোসেন সহ অন্ততপক্ষে ২৫ থেকে ৩০ জন হুমকি দিয়ে মজনু বলেন,সিসি ক্যামেরায় ফুটেজ আছে মানববন্ধনে যারা গেছে তাদের পিঠের চামড়া তুলে নিবো। দেখি কে তোদের বাঁচায়? ।
অশীতিপর বৃদ্ধ দুলাল মিয়া বলেন,সুদ কারবারী মর্জিনা বেগম, স্বামী হোসেন আলী,ভাই সাদ্দাম,মজনু,বোন হাসিনা ও ছেলে শামীম পেশাদার সুদ ব্যবসায়ী। এদের অত্যাচারে অনেকেই আত্মহত্যা করেছে। এই পরিবারের অত্যাচার,নির্যাতন সইতে না পেরে অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছে। মজনু নিজেই একজন সুদ কারবারী। তাকেও গ্রেফতার করা হোক।
ফারুক নামের এক বাসিন্দা অভিযোগ করেন, মর্জিনার স্বামী হোসেন আলী আগে চোলাই মদের ব্যবসা করতো পাটকাঠির ঘরে থাকতো। পরে কিছুদিন রিকশা চালিয়ে জীবন নির্বাহ করতো। স্ত্রীর মর্জিনার সুূদের ব্যবসার বদৌলতে এখন অনেক টাকার মানুষ। হোসেন, সাদ্দাম,মজনুর কাছে রয়েছে অবৈধ অস্ত্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার মর্জিনার পরিবার অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীকে হুমকি প্রদর্শন করে।
এলাকাবাসী জানতে চায়, কুখ্যাত সুদারু মর্জিনার ক্ষমতার উৎস কি? এদের খুঁটির জোর কোথায়?
এদিকে অভিযুক্ত মজনু বলেন,আমি সুদ ব্যবসা করি ঠিক। কিন্তু কাউকে হুমকি দেয়নি।
এলাকাবাসী সুদারুর মর্জিনার ভাই সুদ কারবারী মজনুর গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।