নাটোরে মানুষের কল্যাণে ভালো কাজ করায় জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান

0
298
dc

নাটোরকন্ঠ: সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে ভালো কাজ করার জন্য জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ প্রদান করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

এবারে শুদ্ধাচার পুরস্কার পেলেন যে দুজন কর্মকর্তা তারা হলেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোসাম্মৎ শরীফুন্নেসা ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন। এছাড়া যে দুজন কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পেলেন তারা হচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জাকির হোসেন ও লালপুর উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় সিএ কাম উচ্চমান সহকারী মোঃ শুকুর আলী।

এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এর পুরস্কার শুধু সম্মান নয় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ও অনুপ্রাণিত করতে বিশেষ ভুমিকা রাখবে। আমরা যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী তারা সবাই জনগণের কল্যাণে নিয়োজিত। তার মধ্য থেকে শুদ্ধাচার পুরস্কার নির্ধারণ সত্যিই কঠিন ব্যাপার। আশা করি সবাই ভাল কাজ করেন এবং আগামী তো তা অব্যাহত রাখবেন। এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় মাস্ক না পড়ায় ১৫ জনের জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে