নাটোরে মাস্ক না পরায় জরিমানা, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

0
371

নাটোরে মাস্ক না পরায় জরিমানা, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরে মাস্ক না পরার অপরাধে বেশ কয়েক জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে নাটোর শহরের নিচা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ শাওন জানান, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে তাই জনসাধারণকে উদ্বুদ্ধ করবার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ এ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় । তিনি আরো বলেন, বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে জেলা প্রশাসন নাটোরের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। আজ নাটোর শহরের নিচাবাজার এলাকায় পরিচালিত কোর্টে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী ৬ টি মামলায় ৮ জনকে সর্বমোট ৪১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার সহ জনবহুল স্থানে মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মাস্ক পরিধান করুন সেবা নিন।
No Mask No Service. অভিযান জেলার অন্যান্য উপজেলায় পরিচালিত হবে বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বিশ্ব বসতি দিবস পালন
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে জামায়েতের সেক্রেটারী সহ আটক ১৫ নেতা-কর্মী জেল হাজতে প্রেরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে