নাটোরে মুখে মাস্ক ব্যবহার না করায় ৪০ জন আটক

0
469

নাটোর কণ্ঠ: নাটোরে মুখে মাস্ক ব্যবহার না করায় ৪০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নাটোর শহরের মসজিদ মার্কেট এলাকায় করোনার ২য় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত অভিযানকালে তাদের আটক করা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে করোনা সচেতনতামূলক প্রচারণা এবং মাইকিং করা হয়।

ঘন্টাঘানেক পরে আটককৃতদের মুখে মাস্ক পরিয়ে ভবিষ্যতে মাস্ত ছাড়া চলবেনা সতর্ক করে ছেড়ে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, শাস্তি কোন কার্যকর ব্যবস্থা নয়। সচেতনতার মাধ্যমেই করোনা মোকাবেলা করা সম্ভব। পুলিশ কাজ করে যাচ্ছে। প্রথম ওয়েভের মত ২য় ওয়েবে আমরা করোনা মোকাবেলায় সক্ষম হবো। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম প্রমুখ। এর আগে মঙ্গলবার সকাল থেকেই নাটোর শহরের বিভিন্ন প্রবেশদ্বারে অভিযানে মাস্ক ছাড়া কাউকে শহরে ঢুকতে দেয়নি পুলিশ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বিচারকের বিরুদ্ধে নানা অভিযোগ আদালত বর্জন আইনজীবীদের
পরবর্তী নিবন্ধনাটোরে বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিকে অভিযান, জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে