নাটোরকন্ঠ: চলনবিল ও হালতি বিলে আগাম বণ্যা বা অনান্য বছরের তুলনায় এবছর আগে পানি প্রবেশ করায় সার্বিক পরিস্থিতি দেখতে নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেথলেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। তিনি আজ সকালে প্রথমে সিংড়া ও নলডাঙ্গা উপজেলার শহর/গ্রাম রক্ষা বাধ ও সুইচগেট পরিদর্শন করেন।এসময় তিনি অতিরিক্ত পানি বৃদ্ধিতে বিল এলাকার জনসাধারণের ক্ষয়ক্ষতি হ্রাসে সরকারের অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সার্বিক পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ শেষে কথা বলেন স্থানীয়দের সাথে।
এসময় স্থানীয় অধীবাসীদের অভার অভিযোগ শোনেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে সমস্যা সমাধানেরে জন্য সার্বিক পরামর্শ প্রদান করেন। এছাড়া নদী ও বাঁধ রক্ষা এবং ভাঙ্গন রোধে কার্যকরি পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা কৃষি কর্মকর্তা,উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,সিংড়া/নলডাঙ্গা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।