নাটোরে হিন্দু মহাজোটের মানববন্ধন পথসভা : খুলনাসহ সারাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে

0
278

নাটোর কন্ঠ : খুলনাসহ সারাদেশে হিন্দুপল্লীতে দুর্বৃত্তরা বর্বরোচিত হামলা, লুটপাট, ভাঙচুর ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠন। আজ সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেন তারা।

nATORE KANTHO

এসময় সারাদেশে হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন বিচারহীনতার সংস্কৃতি হিন্দু নির্যাতনের অন্যতম কারণ। দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার দাবি জানান বক্তারা। এছাড়া জাতীয় বাজেটে জনসংখ্যার ভিত্তিতে বরাদ্দ রাখার দাবি জানানো হয়।

nATORE KANTHO

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের আহ্বায়ক এডভোকেট ভাস্কর বাগচী, সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, যুব মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক লিটন সরকার,

nATORE KANTHO

নাটোর যুব মহাজোটের সভাপতি দেবাসিশ সরকার দেবু, নির্বাহী সভাপতি সুজিত ঘোষ , সাধারণ সম্পাদক চন্দন নাগ,
ছাত্র মহাজোটের সভাপতি প্রদীপ রায় ও সাধারণ সম্পাদক সজল দাস সহ আরো অনেকে। উপস্থাপনায় ছিলেন এডভোকেট চিনময় কুমার সরকার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমেলা ছুট চপ্পল -কবি গৌতম চট্টোপাধ্যায়‘এর কবিতা
পরবর্তী নিবন্ধআল্লাহ্ রাসুল বলো -কবি মাহমুদা শিরীন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে