নাটোর
কবি মোহাম্মাদ আজিজুল হক
ধন্য ওগো, ধন্য মাগো জন্মেছি তোর কোলে,
জন্ম আমার সার্থক হল নাটোর মায়ের বলে।
শক্তি আমার রামজীবনের বুদ্ধি রঘুনন্দন,
রাণী ভবনীর প্রভাবপত্তি তাই তো হয় বন্দন।
বনলতার উত্তরসূরি নাটোর মোদের বাস,
জীবানানন্দ ধন্য হয়ে কাব্যে আবেগ চাষ।
চলনবিলের স্রোতের ধারা শিরায় শিরায় বয়,
নৌকা বাইচের মাঝি মাল্লার হেইও জোরে জয়।
পদ্মা নদীর নন্দকুজা, বড়াল যেমন চলে,
ইতিহাসের পাতায় পাতায় মোদের নামটি বলে।
কাঁচাগোল্লার নামের খ্যাতি দেশ বিদেশে যেমন,
ভাষার মধ্যে মিষ্টি সুবাস সমিরণে তেমন।
অর্ধবঙ্গের রাজধানীর স্বাদ অতিত কালে পাই,
সেই নাটোরকে দেখার টানে সব মনে করে ঠাঁই।
সদর থানার ছাতনী গ্রাম রক্ত স্রোতে ভাসে,
ময়না যুদ্ধে তারই-
জবাব ইতিহাসে আসে।
বড় বাঘার দানেশ মান্দ, তিষিখালির ঘাসি,
ধর্মযুদ্ধে মহাপুরুষ চলনবিলে ভাসি।
Advertisement