নাটোর জেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাটোর কণ্ঠ:
“মুজিব বর্ষের আহবান,লাগাই গাছ বাড়াই বন”- এই স্লোগানে নাটোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি গাছের চারা রোপন করা হবে। তারই আলোকে নাটোরেও ব্যাপক পরিমাণে গাছের চারা রোপন এর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান স্কুল-কলেজ রাস্তার দু’ধারে গাছ লাগানোর জন্য সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
সভা শেষে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের গাছের চারা। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিসি পার্কে গাছের চারা রোপনের মাধ্যমে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় বন বিভাগের কর্মকর্তা, শিক্ষক সহ সুধী সমাজের প্রতিনিধিরা। আয়োজনে ছিল জেলা প্রশাসন ও নাটোর বন বিভাগ।