নাটোর জেলা স্কাউটস এর প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নাটোর কণ্ঠ: রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস, নাটোর জেলার পরিচালনায় প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১৯ অক্টোবর জুম ক্লাউড মিটিং অ্যাপস ব্যবহার করে বাস্তবায়ন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, নাটোর জেলার সভাপতি ও জেলা প্রশাসক জনাব মো: শাহরিয়াজ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার(সমাজ উন্নয়ন) ও সরকারের সিনিয়র সচিব(পিআরএল) জনাব মো: শাহ কামাল উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিশনার ও ডিডিএলজি, নাটোর মো: গোলাম রাব্বী।
ওরিয়েন্টেশন পরিচালক হিসেবে রাজশাহী আঞ্চলিক উপ- পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম উদ্দেশ্য তুলে ধরেন। প্রধান অতিথি স্কাউট/ রোভারদের চ্যালেঞ্জ ব্যাজ অর্জনে সকলকে সক্রিয় অংশগ্রহনের আহবান জানান।
সেশন পরিচালনা করেন জেলা স্কাউটস সম্পাদক স্কাউটার এস এম গোলাম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক
স্কাউটার কাহারুল ইসলাম জয়।
টেকনিকেল সাপোর্ট ও সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব আব্দুল্লাহ আল মামুন (এ.ডি)। প্রোগ্রামে জেলার সকল উপজেলা থেকে ৪০ জন স্কাউটার সংযুক্ত ছিলেন।
এছাড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ ও আঞ্চলিক সম্পাদক ( ভারপ্রাপ্ত) সালাউদ্দিন আহমেদ যুক্ত ছিলেন।