নাটোর প্রশাসনের কাছে পত্রিকা সম্পাদকের খোলাচিঠি

0
700

খোলা চিঠি
বরাবর
নাটোরের ৪জন মাননীয় সাংসদ, মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার, মাননীয় র‌্যাব কমান্ডার ( সিপিসি-২, নাটোর), উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরমেয়র মহোদয়গন ।

আমি নাটোরের একজন সচেতন নাগরিক। আইনজীবী এবং সম্পাদক-প্রকাশক, দৈনিক বারবেলা পত্রিকা। আপনাদের নিকট করজোড়ে অনুরোধ রাখতে চাই। নাটোর জেলার সকল প্রান্তের শপিংমল, ঈদ কেনা কাটার বাজার বন্ধ ঘোষনা করা হোক। রাজশাহীর মাননীয় নগরপিতা, স্থানীয় সাংসদগণ, প্রশাসনের সকলে মিলে আজ শুক্রবার বিকেলে আয়োজিত সভায় সব মার্কেট বন্ধের চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজশাহী মহানগরের সব মার্কেট বন্ধের চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারলে নাটোরেও নেয়া যেতে পারে। নাটোর শহরে ঘুরে দেখেছি আজ উপচে পড়া ভিড়।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধে ও জনস্বার্থে আগামী ঈদ পর্যন্ত নাটোর জেলার সকল মার্কেট ও বিপণী বিতানসূমহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। দয়া করে ভেবে দেখবেন কি?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ব্যক্তিগত উদ্যোগে ৮০ টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে বনপাড়া পৌরসভায় মশা নিধন ওষুধ স্প্রে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে