নারীর রক্তে
-যুক্তরাজ্য লন্ডন প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিন
বেঁচে আছি আমরা
এভাবে চলছে বেঁচে থাকা,
আর কতো নির্মম নিষ্টুর-
নির্যাতনের মাঝে জীবন চলবে
কেন প্রতিটি মুহুর্ত প্রতিটি প্রহর
বিষ বিষাদে কাটছে।
মনুষ্যত্ব বন্দী কেন?
মানবতা আজ নিরব কেন?
দিনদুপুরে হায়নার;
অস্ত্রঘাতের পর আঘাত করে,
জড়ো হয় জনতা
যেন সার্কাসের ঝাক,
বাঁচাতে আসে কে কাকে-
চলে অস্ত্র, রক্ত রক্তিত
লাল সবুজের মাটি।
যে লাল সবুজের মাটিতে ৭১-এ
বাংলার মাটি আকাশ বাতাস
মুক্ত হয়েছিল,
কত মা বোনের রক্তের বিনিময়ে।
কেন আবার স্বাধীন বাংলায়
নারীর রক্তে রক্তিত,
কে নেভে এ দায়ভার?
২৭/৯/২০
Advertisement