নারীর রক্তে -যুক্তরাজ্য লন্ডন প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা

0
422
Fahmida Yasmin

নারীর রক্তে

-যুক্তরাজ্য লন্ডন প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিন

বেঁচে আছি আমরা
এভাবে চলছে বেঁচে থাকা,
আর কতো নির্মম নিষ্টুর-
নির্যাতনের মাঝে জীবন চলবে
কেন প্রতিটি মুহুর্ত প্রতিটি প্রহর
বিষ বিষাদে কাটছে।
মনুষ্যত্ব বন্দী কেন?
মানবতা আজ নিরব কেন?
দিনদুপুরে হায়নার;
অস্ত্রঘাতের পর আঘাত করে,
জড়ো হয় জনতা
যেন সার্কাসের ঝাক,
বাঁচাতে আসে কে কাকে-
চলে অস্ত্র, রক্ত রক্তিত
লাল সবুজের মাটি।
যে লাল সবুজের মাটিতে ৭১-এ
বাংলার মাটি আকাশ বাতাস
মুক্ত হয়েছিল,
কত মা বোনের রক্তের বিনিময়ে।
কেন আবার স্বাধীন বাংলায়
নারীর রক্তে রক্তিত,
কে নেভে এ দায়ভার?

২৭/৯/২০

Advertisement
উৎসFahmida Yasmin
পূর্ববর্তী নিবন্ধনাটোরের ঐতিহ্যবাহী মহারাজা স্কুল এন্ড কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
পরবর্তী নিবন্ধসিংড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কামরানের উদ্যোগে দোয়া মাহফিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে