নির্ঘুম রাত- সুমন দত্ত এর কবিতা

0
510
সুমন

নির্ঘুম রাত- সুমন দত্ত

নির্ঘুম রাত বড় বেশি কষ্ট দেয়
তবু ইদানীং এই রাতটা প্রিয় হয়ে উঠেছে খুব।
ঘড়ির কাঁটার গোল্লাছুট খেলা
আর মনের মধ্যে স্মৃতির সাজঘর
এই সব হাবিজাবি,
রাত দুটোর ঘুমের আকাশে ঢোল পূর্ণিমা
কি অদ্ভুত দেখো ইচ্ছের আকুতি
ইচ্ছে হলো এখনই ফোন করি তোমাকে
বলি-প্রিয়তম-তুমি কি স্বপ্ন দেখছো?
ঘুমের ঘরে তুমি বলবে
তুমি আমার স্বপ্ন ভাঙলে কেন?
আর একটু পরেই চাঁদটা আমার
বিছানায় নেমে আসতো?
আমি বলবো ঠিক আছে তুমি রাগ করোনা
আগামী বসন্তে আমি তোমার সমস্ত বাগান জুড়ে
চাঁদের বীজ বুনে দেব।
অনেক চাঁদ উঠবে সেখানে রাতে তুমি
তাদের সাথে ঘুমিও
খুশি হয়ে তুমি ঘুমিয়ে পড়বে।
আমার কখনো স্বপ্ন দেখা হয় না
চাঁদের বাগানও নেই কোনো?
শুধু আছে একটা নদী
নির্ঘুম রাতের সমান
কষ্টগুলো নৌকা হয়ে ভাসে সেখানে
আমার খুব ইচ্ছে করে চাঁদের সাথে ঘুমাতে
কিন্তু আমার বিছানাতে চাঁদ উঠে না
কি করে ঘুমাবো– ?
তাই আমি জেগে থাকি একা একা
প্রিয়তম রাতটা আর একটু দীর্ঘ হলে
খুব বেশি ক্ষতি হয়ে যেত কি?
কিংবা এমনি রাতে
তোমার ঠোঁটের ওপর আমার কিছু চাওয়া?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআমি জল – শেখ রিপন এর কবিতা
পরবর্তী নিবন্ধকবি শাহিনা খাতুনের কবিতা “দেখতে এসো প্রিয় “

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে