নিশি -কবি মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা

0
433
Mutakabbir Masud

নিশি

কবি মুতাকাব্বির মাসুদ

এক নিশি নিয়েছে আমার এক সাগর ঘুম
এক নিশি বসে থাকে চোখের বেলকনিতে
এক নিশি আমার স্বপ্ন নিয়ে খেলে
হলুদ রোদের শরীরে
এক নিশি জেগে থাকে আমার
মধ্যেবয়সী চোখের সাটারে
এক নিশি মাথার শিথানে
এক শিশি চোখের জলে-চিত্র করে
প্রেম- অনুরাগে
কল্পনার দরিয়া
আমি আর নিশি সাঁতার কাটি
ঘুমহীন তন্দ্রাঘোরে
উন্মাদ উদলা ঢেউয়ের গরল পাঁজরে
এক নিশি ভালোবাসা দেবে বলে
ঝরে পড়ে-গড়িয়ে যায় উদাস চশমার আড়ালে
মধ্য রাতে বিরহী কুয়াশায় মিশে যায়
দশ দশা নিশি শল্যশূন্য নিশির শরীরে!

১০-১০-২০২০

Advertisement
উৎসMutakabbir Masud
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
পরবর্তী নিবন্ধআমি এক মৃত প্রজাপতি -কবি নন্দিনী খান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে