নেবে? -লেখক নাজনীন নাহার’এর কবিতা

0
580
Naznin Nahar

নেবে?

লেখক নাজনীন নাহার

এই শোনো।
তুমি আমাকেই নাও।
নেবে?
তোমার মনের ঘরের বৈঠক খানায়,
আসন পেতে দেবে?
এই বলো না।
আমায় তুমি নেবে?

তোমার রাত দুপুরে ঘুম না আসা,
চোখের পাতা দেবে।
এই বলো না।
দেবে?

তোমার আলমারির ওই পেছনটাতে,
স্মৃতির আতর রাখা আছে।
সেথায় একটুখানি একটা বিকেল।
থাকতে আমায় দেবে?
এই বলো না।
দেবে?

তোমার ধুসর মনের দুঃখ গুলো,
যেমন রাখো লুকিয়ে ধুলো।
তেমন করে গোপন মায়ায়,
তোমার মন বাড়িটায় নেবে।
নিয়ে ঠিক আপন গোপন গন্ধটাতে,
ভাগটি আমায় দেবে।
বলো দেবে?

তোমার ঘুম পলাতক রাতের আঁচল,
আমায় পেতে দেবে।
দেবে আঁজলা ভরে আমায় তুমি,
বিরান দুঃখ ঢেলে।
আমি তৃষ্ণা বুনে তৃষ্ণা মেটাই,
ভালোবাসার ছলে।
কী নেবে?

নেবে আমায় নেবে আমার,
ডাহুক দুঃখ টারে।
তুমি আপন করে আপন রবে,
আপন হারা হয়ে।
তুমি আমার হয়ে আমার রবে,
হারায়ে আমার মনে।
কী হবে?

তুমি দিবে তোমার সবটুকুতে,
নামটি আমার লিখে।
আমি সত্য প্রেমে বলী হবো,
সত্য ভালোবেসে।
কী নেবে?

তুমি শূন্য আমায় শূন্য করে,
পূর্ণ করে দেবে।
আমার যেমন আমি,
ঠিক তেমন আমায়,
তোমার করে নেবে।
কী বলো?
আমায় তুমি নেবে?

Advertisement
উৎসNaznin Nahar
পূর্ববর্তী নিবন্ধহারানো বিজ্ঞপ্তি
পরবর্তী নিবন্ধলেখক নাজনীন নাহার’এর একগুচ্ছ অনুকাব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে