প্রবচন -কবি সোমা ঘোষ‘এর কবিতা

0
289
Soma Ghosh

প্রবচন

কবি সোমা ঘোষ, কোলকাতা

বৃষ্টির তোড়ে সাদাকালো ছবি।
গলা চাঁদ ঢুলুনি জোছনা।
মোহগ্রস্ত জলে জাফরানি ঘোর।
ঝিনুকের গর্ভে ষোড়শী শরীর ।
মন্দাক্রান্তার অতল আহ্বান।
মাদলের তালে তালে জলপাই রঙা নেশা।
মরুবক্ষ চিরে চিরে গোপন সন্ধি
সহযাত্রীর মতো হেঁটে চলে।
সারি সারি পিপীলিকা —
বিপদসীমা পার হয়ে অকাল শ্রাবণ।

Advertisement
উৎসSoma Ghosh
পূর্ববর্তী নিবন্ধতোমার অন্তঃপুরে -সাবা সাবরিন
পরবর্তী নিবন্ধঅপেক্ষায় -কৃষাণ সাহা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে