প্রলাপ – ৪৯
কবি ভাসকর বাগচী
পৃথিবীতে এখন সভ্যতার নিষ্ঠুরতা-
মানবতার মায়াকান্নায়
চলছে শোষনের মহাজনী।
কত রং-এ কত চঙ্গে।
বিরতী নাই তবু পথ চলার,
একটু ভেবে দেখবার-
কি ন্যায় – কি অন্যায়!
পিছিয়ে পরার ভয়-
এদের তারিয়ে বেড়ায়,
যদিও বিবেক ধিক্কার দেয়-
নিঃশব্দ মনের আয়নায়।
হতাস হাসি হাসছে বা
কাঁদছে কিছু বিবেক!
এই দেখে বারবার-
পৃথিবী এখন স্বার্থক রঙ্গমঞ্চ
গুণী অভিনেতার!!
Advertisement