প্রাচীনবন্ধু
সাহিত্যিক এম. আসলাম লিটন
বিক্ষত প্রাচীরে ইতিহাসের মায়া মেখে
বিচূর্ণ সুখ বিলিয়ে চলো কাল থেকে কালে
প্রচীনবন্ধু আমার, জানিনা কতটা দাহ;
পোড়ে অন্তর; মায়াবিনগর
স্তরে স্তরে জমা আছে কতটা প্রহর!
বিদগ্ধ স্মৃতি; বড় মায়াবতি খেলা!
মহাকাল বয়ে চলো একেলা একেলা
ক্ষয়ে যাওয়া কলিজায় নোনা ধরা সুর
দূর থেকে বয়ে এসে ভেসে যায় দূর!
প্রাচীন বন্ধু, আমিও তোমার মতই একা
আধুনিক পশরা বটে; পুরনো প্রাচীর
প্রত্নতত্ব হাড়ে পানাম নগর; ক্ষয়ে যাওয়া শির
অচীন খাঁচায় পুষি প্রত্নপাখি প্রহেলিকাময়
নাই… কলতান নাই, নাই তার স্বর
প্রাচীন নগর জুড়ে মায়ামর্মর!
ইঁট-সুরকির দেহে জর্জর নোনা
ভাঁজে ভাঁজে তবু তার
খুঁজে দেখ লুকায়িত মায়াজাল বোনা!
Advertisement