ফতুর -কবি আনিছুর রহমান‘এর কবিতা

0
331
Anisur Rahman

ফতুর

কবি আনিছুর রহমান

সুদে সুদে বাড়ে ঋণ
মহাজন গুনে দিন
পাপে পাপে পাহাড় সম
অধিক পাপে ধংশ মম।
চিন্তা করো পরকাল
যেখানেই অনন্তকাল
জীবন ছাড়িবে পৃথিবীর কোল
না রহিবে কোন বোল।
তুমি, আমি,কেবা পুত্র
মিছামিছি মায়া সুত্র
বাজিবেই সমনের ঢাক
ওরে সময় থাকিতে প্রভূকে ডাক।
করছ তুমি আশার বস
তব ভ্রমে মিছা যশ
ধনে, জনে গৌরব প্রচুর
ছেড়ে সব হবেই হবে ফতুর।
যোগযুক্ত যত অহংকার
জীবনে ততো অলংকার
চক্রবৎ সুখে, সদা রত সংসার
তব সুখ হবে গত, অন্তরে অন্তর।

রচনাকাল – ২২/১০/২০২০

Advertisement
উৎসAnisur Rahman
পূর্ববর্তী নিবন্ধতুমি আমি মুখোমুখি -কবি নুর মহাম্মদ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমানুষের মৌলিক চাহিদা পুরন করছে সরকার -পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে