ফতুর
কবি আনিছুর রহমান
সুদে সুদে বাড়ে ঋণ
মহাজন গুনে দিন
পাপে পাপে পাহাড় সম
অধিক পাপে ধংশ মম।
চিন্তা করো পরকাল
যেখানেই অনন্তকাল
জীবন ছাড়িবে পৃথিবীর কোল
না রহিবে কোন বোল।
তুমি, আমি,কেবা পুত্র
মিছামিছি মায়া সুত্র
বাজিবেই সমনের ঢাক
ওরে সময় থাকিতে প্রভূকে ডাক।
করছ তুমি আশার বস
তব ভ্রমে মিছা যশ
ধনে, জনে গৌরব প্রচুর
ছেড়ে সব হবেই হবে ফতুর।
যোগযুক্ত যত অহংকার
জীবনে ততো অলংকার
চক্রবৎ সুখে, সদা রত সংসার
তব সুখ হবে গত, অন্তরে অন্তর।
রচনাকাল – ২২/১০/২০২০
Advertisement