ফিনিক্স
সাহিত্যিক সাফিয়া খন্দকার রেখা
সূর্যকে ঝুলিয়ে রাখি কার্ণিশে নগরের চিলেকোঠায়,
আকাশ দেয়ালে লিখে রাখা সেই সব পদ্য
ফিনিক্স হয়ে ফিরে আসে।
শব্দরা সূর্যস্নানে পূর্ণ হয়ে ওঠে,
ইচ্ছের নাকছাবি ছুটে যায় তেপান্তরের মাঠে।
খেয়ালি আলিঙ্গনে আমিত্বের বেচা কেনা চলে নতুন উদ্দীপনায়।
নির্লজ্জ সুখতারা গণস্রোতে মোহাবিষ্ট,
চন্দ্রাবতীর নির্ঘুম চোখ চেয়ে দেখে আকাঙ্খার আসক্তি।
ঝুম বৃষ্টিতে রূপবতী চাঁদ আবিষ্কার করে
কোথাও প্রেম নেই,
নগরীর চারিদিকে অগণিত পতিতা পুরুষের মুখ
তোমার মুখের সাথে হুবহু মিল।
Advertisement