ফেরারী জোনাকি -উৎস দত্ত‘এর কবিতা

0
202
উৎস দত্ত

ফেরারী জোনাকি

উৎস দত্ত‘এর কবিতা

এখন তোমার ঠোঁটে
শ্রুতিচারু কলসের শীতলতা
আমার ঠোঁটে এখন জীবন্ত নিকোটিন
তোমার মেরুন রঙের শাড়ি
বাতাসে উড়ায় ক্লোরোফিল
আমার বুক পকেটে এখনো
প্রিয়তম ধূসর খাম।
দ্বিতীয়ার চাঁদ কপালে মেখে
তোমার শহর সাজে দুলহান
আলোর পিয়ন নিয়ম করে হারায়
আলোর গোলক ধাঁধায়
অথচ আমি নিশীতের রাজা
ফেরারী জোনাকির খোঁজে
হেঁটে চলেছি অনন্তকাল।
এখন তোমার শ্রান্ত শরীর
রাত্রি শেষে অগোছালো শাড়ির খাঁজে
ফোটে ভোরের শিউলী।
কুয়াশার সেতু পাড়ি দিয়ে
সূর্য তোমার ললাটে আঁকে রক্তিম উল্কি।
আমি এখন আকাশ মাপি
দূরবীনে দূর মেপে
উড়ায় যাযাবর ফানুস।
ফানুসের বুকে লিখে দেই
একটা অচিন নক্ষত্রের কথা
একটা প্রেমিক শালিকের গল্প
একটা ভীনদেশী মেঘের ঠিকানা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন
পরবর্তী নিবন্ধনাটোরে আ’লীগের সম্প্রীতি সমাবেশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে