বঙ্গবন্ধুর আদর্শের মূত্যু নাই,বঙ্গবন্ধু বাঙ্গালীর আদর্শ -আইসিটি প্রতিমন্ত্রী পলক

0
311
পলক

রাজু আহমেদ, নাটোর কন্ঠ : আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকে নেতৃত্বের গুনাবলীতে নিজেকে গড়ে তুলেছিলেন। তিনি শুধু দেশপ্রেমিক ছিলেন না, দেশের নিবেদিতপ্রাণ ছিলেন। মানুষকে তিনি অকৃত্রিম ভালোবাসতেন এজন্য তিনি অল্প সময়ের মধ্য বঙ্গবন্ধু হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছিলেন। বঙ্গবন্ধু বাঙ্গালীর আদর্শ। তাঁর আদর্শকে হত্যা করা যাবে না।

তিনি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আমাদের ও তাঁর আদর্শের অনুপ্রাণিত হতে হবে। দেশকে সত্যিকার অর্থে তাঁর মত ভালোবাসতে হবে। তবেই তাঁর আদর্শের স্বার্থকতা। তাঁর আদর্শের মরন নাই। যতদিন বাংলাদেশ থাকবে, তাঁর আদর্শ বেঁচে থাকবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ভয় পান না, তারা নিজের জীবন বাজি রেখে দেশকে ভালোবেসে মানুষকে সেবা দেন। ইতোমধ্য করোনা ভাইরাসে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সেবা দিতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধিনতা পেয়েছি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেলে পরিনত করেছি। তৃতীয় অর্থনৈতিক বিপ্লব তাঁর নেতৃত্বে করতে আমরা প্রস্তৃত। জননেত্রী শেখ হাসিনা সরকারের অঙ্গীকার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। সে লক্ষে আমরা কাজ করছি। মানবিক সহায়তা নিয়ে আমরা মানুষের পাশে আছি, কেউ না খেয়ে থাকবে না। সে লক্ষে বঙ্গবন্ধুর সৈনিকরা তৎপর রয়েছে। আমরা কাউকে না খেয়ে মরতে দিবোনা।

করোনাভাইরাস এবং বন্যার দুর্যোগে বঙ্গবন্ধুর সৈনিকরা জনগনের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ।
প্রতিমন্ত্রী রবিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, চামারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ ১২ টি ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন, পৌর ওলামালীগের সভাপতি মাওলানা ইদ্রীস আলী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন আক্রান্ত, দোয়া কামনা
পরবর্তী নিবন্ধনিজের গ্রামের মসজিদে নামাজ আদায় করেছেন এমপি বকুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে