বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে ইঙ্গিত থিয়েটারের মানববন্ধন

0
238

নাটোরকন্ঠ : বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার হুমকিসহ সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র উচ্ছেদের মৌলবাদী হেফাজতী হুমকিদাতাদের প্রতিরোধে গ্রাম থিয়েটারের ডাকে ইঙ্গিত থিয়েটার নাটোর এর মানববন্ধন।

সারাদেশে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে শুরু হয়েছে নতুন মাত্রায় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-নাট্যকর্মীসহ দেশবাসীর রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন। সেই ধারাবাহিকতায় সদর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে ইঙ্গিত থিয়েটার নাটোর।

ইঙ্গিত থিয়েটারের সাধারন সম্পাদক এডঃ সুখময় রায় বিপলু’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের পক্ষে এডঃ খগেন্দ্রনাথ রায়, চলন নাটুয়ার কর্ণধার ফারুক হোসেন, সাকাম সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম নান্টু, গ্রাম থিয়েটারের ইলা মিত্র অঞ্চলের সমন্বয়ক মশগুল হোসেন ইতি, শ্রমিক নেতা মাহবুবুল আলম সহ অনেকে।

এছাড়া ভোর হলো সংগঠনের সভাপতি গৌরপ্রিয়া পান্ডে সহ বিভিন্ন সংগঠন উক্ত মানববন্ধনের সাথে একাত্বতা প্রকাশ করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের ৩টি ইউনিয়নে মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিংড়ায় ইউটিউব চ্যানেলের প্রথম সিলভার প্লে-বাটন সন্মাননা র্অজন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে