বনপাড়া পৌরসভার ০২ নং ওয়ার্ডকে মাদক মুক্ত ঘোষণা

0
399

বড়াইগ্রাম ,নাটোর কণ্ঠ: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় মাদকের কুফল সংক্রান্ত গণসচেতনতা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ০৪ ঘটিকায় বার্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে মৃধাপাড়া সামাজিক সংগঠন এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন-মাদক একটি সামাজিক সমস্যা। বর্তমানে মাদকাসক্তি আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধিরূপে বিস্তার লাভ করছে। দুরারোগ্য ব্যাধির মতোই তা আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। মাদকের ভয়াবহ পরিণতি দেখে আজ প্রশাসন বিচলিত, অভিভাবকরা আতঙ্কিত চিকিৎসকেরা দিশেহারা। এর কারণ যে তরুণ যুবশক্তি দেশের প্রাণ মেরুদন্ড, নেশার ছোবলে আজ সেই মেরুদন্ড ভেঙ্গে পড়ে যেতে বসেছে। তারপরও এ সমস্যা থেকে উত্তরণের জন্যে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এর কুফল জানাতে হবে সবাইকে গড়ে তুলতে হবে সচেতনতা।
আলোচনা সভা শেষে পৌরসভার ০২ নং ওয়ার্ড কে মাদকমুক্ত ঘোষণা করা হয়।

০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল করিম মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম, বনপাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সোনাভান বেগম,শরিফুন্নেছা শিরীন সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, শহরে পানি, পানিবন্দি লক্ষাধিক মানুষ
পরবর্তী নিবন্ধনাটোরে দুই যুবদল নেতাকে মারপিট-মোটর সাইকেল ভাংচুর   

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে