নাটোর কণ্ঠ বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ায় ‘নওশেরা যুব কল্যাণ সংঘ’ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নওশেরা জামে মসজিদ মাঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওশেরা যুব কল্যাণ সংঘ’র উপদেষ্টা, সমাজ সেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, নাটোর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম খান ডাবলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ কামরুল হক খান (কানু) অবসরপ্রাপ্ত প্রভাষক বাগাতিপাড়া সরকারি ডিগ্রি কলেজ, নাটোর এস,এস, এগ্রো লিমিটেডের পরিচালক আলহাজ্ব কামাল উদ্দিন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, বাগাতিপাড়া পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফার ইয়াসমিন প্রমুখ।
উক্ত সংঘ’র অন্যতম সদস্য, ক্রিড়াবীদ ও সাংবাদিক এ,এস,এম, আল-আফতাব খান সুইট এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, নওশেরা যুব কল্যাণ সংঘ’র আহ্বায়ক মোখলেছুর রহমান খান জামাল, প্রধান অতিথির সফর সঙ্গী নাটোর সুগার মিলস লিমিটেডের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নওশেরা গ্রামের গ্রাম প্রধানগণ, বাগাতিপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলি, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ ওই সংঘের সকল উপদেষ্টা ও সদস্যরা।
গত ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিনটি গ্রুপের খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী এদিনে অনুষ্ঠিত হয়। জুনিয়র গ্রুপে “টুইন স্টার” দল “বাই বাই”কে, সিনিয়র গ্রুপে ” টিম আর টিসি” দল “টিম এস আর ব্রাদার্স”কে এবং প্রাক্তন গ্রুপে “ওল্ড চ্যাম্পিয়ন” “দুরন্ত এক্সপ্রেস” দলকে হারিয়ে বিজয়ী হয়।
শেষে চ্যাম্পিয়ন ও রানারআপদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।