বাগাতিপাড়ায় আদিবাসী ফুটবল টুর্নামেন্ট”
বাগাতিপাড়া প্রতিনিধি : নাটোরে বাগাতিপাড়ায় আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জামনগর আদিবাসী ভাই-ভাই যুব সংঘ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার জামনগর হাইস্কুল মাঠে
এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জামনগর ইউনিয়ন
জাপার সভাপতি আব্দুল আজিজ, অন্যদের মধ্যে উপস্থিত ছিলন জামনগর ক্রিড়া সংঘের সভাপতি মিল্টন বিশ্বাস,প্রধান উপদেষ্টা উজায়ের হোসেন, উপদেষ্টা সোহরাব হোসেন, সাংবাদিক মাহাতাব আলীসহ ক্রিড়াপ্রিয় অসংখ্য দর্শক।
উপস্থাপকের দায়িত্ব পালন করেন বাগাতিপাড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মুনজুরুল ইসলাম লিটন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান হাফিজ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় জামনগর আদিবাসী ফুটবল একাদশ ও ঝলমলিয়া পাঁচভাই ফুটবল একাদশ।
পর্যায়ক্রমে আমন্ত্রিত ১৬টি ফুটবল দল খেলায় অংশ নেবেন। ফুটবল মাঠে ছোট গোল বারে ১ঘন্টা করে খেলা হবে। ২দিন ব্যাপী খেলা চলবে।
খেলায় চ্যাম্পিয়ান দল ১০ হাজার টাকা রানারআপ দল ৭ হাজার টাকা, ৩য় স্থান দখলকারি দল ৪ হাজার টাকা ও ৪র্থ স্থান দখলকারি দল এবং ৩হাজার টাকা পুরুষ্কার পাবেন।
জামনগর যুব আদিবাসী ক্রিড়া সংঘের সভাপতি জোসেফ পাহাড়ি জানান, নেতৃস্থানীয় লোকজনের সার্বিক সহায়তায়
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে খেলা শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।