বাগাতিপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

0
256

বাগাতিপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল রিমা খাতুন নামের এক কিশোরী। বুধবার উপজেলার দয়ারামপুর ইউনিয়নের রামপাড়া গ্রামে এ বাল্যবিয়ে বন্ধের ঘটনা ঘটে। কিশোরী রিমা খাতুন ওই গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু জানান, স্থানীয় শহীদ জিয়াউর রহমান কলেজের প্রথম বর্ষের ছাত্রী রিমা খাতুনের সাথে পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুপুর তারাপুরের মৃধাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মাজদার রহমানের বিয়ে ঠিক করেন পরিবারের লোকজন। সে মোতাবেক বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়।

বিষয়টি জানতে পেরে ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠুকে গ্রাম পুলিশসহ এদিন দুপুরে বিয়ে বাড়িতে পাঠান। সেখানে গিয়ে ইউপি চেয়ারম্যান বিয়ে বন্ধ করে দেন এবং কনের মা-বাবার নিকট থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে মেয়ের বিয়ে না দেয়ার জন্য মুচলেকা নেন। এছাড়াও চেয়ারম্যান বিয়ে বাড়িতে গ্রামপুলিশ দিয়ে পাহারা বসিয়ে দেন। ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, বিয়ের জন্য কনের নির্ধারিত বয়স পূর্ণ না হওয়ায় বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব
পরবর্তী নিবন্ধসিংড়ার চলনবিলে দুই পাখি শিকারী আটক ॥ ফাঁদ ধ্বংস, ২৩টি জবাইকৃত বক উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে