বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ ॥ মাছ শিকার সামগ্রী পুড়িয়ে ধ্বংশ
বাগাতিপাড়া (নাটোর) প্রতনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় মাছ শিকারে বড়াল নদীতে অবৈধভাবে দেয়া বাঁশের বাঁধ উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও মাছ শিকারের খলসুনসহ বিভিন্ন সামগ্রী পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে। সোমবার লক্ষণহাটী রেলব্রীজ এলাকায় দেয়া এ বাঁধ উচ্ছেদ করা হয়। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি মাছ শিকারের উদ্দেশ্যে লক্ষণহাটী রেল ব্রীজের নিচে বড়াল নদীতে আড়াআড়িভাবে বাঁশের বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছিল। খবর পেয়ে ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল সেখানে অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে বাঁধ উচ্ছেদ করেন এবং সেখান থেকে উদ্ধার হওয়া ৩০টি খলসুন, বাঁশসহ বিভিন্ন সরঞ্জামাদী পুড়িয়ে ধ্বংশ করা হয়। এসময় সেখানে মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন উপস্থিত ছিলেন।
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
Advertisement