বাড়াবাড়ি সীমাহীন -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
389
Shaheena-Ronju

বাড়াবাড়ি সীমাহীন

কবি শাহিনা খাতুন

সাতশো কোটির একজন ভাবতেই
নিজেকে পিপড়ার মতো লাগে
বুড়ো বটগাছ অথবা খিরির গাছের তলায়
বসে যদি বুক ভরে শ্বাস নাও
দেখবে গাছের প্রাণে থাকা গল্পগুলো বলছে
বৃথাই নিজেকে একটা কিছু ভেবে কাজ নেই
ক্ষুদ্রতর একটা প্রাণ আর একটুখানি সময়
আবার ভুলের কাব্যগাথা জীবন
অথচ বাড়াবাড়ি সীমাহীন।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গার ব্র্যাক ব্যাংক একাউন্ট হ্যাক করে প্রবাসীর টাকা চুরি
পরবর্তী নিবন্ধতাদের একটা তীব্র হৃদয় ছিল -কবি আজাদুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে