বিবর্ণ স্বপ্ন – গোলাম কবির- এর কবিতা

0
360

বিবর্ণ স্বপ্ন

কবি গোলাম কবির

আমারও কিছু মানবিক স্বপ্ন ছিলো,
স্বপ্ন গুলো একদিন সত্যি হয়েছে,
তা দেখার ইচ্ছে ছিলো!
আকাশ সমান হৃদয় জুড়ে
ভালবাসার সবুজ পাখি ছিলো,
পাখিটা একদিন হঠাৎ করেই
খাঁচা ভেঙে উড়ে গেলো!
স্বপ্ন গুলো কালের বিবর্ণ
হলদেটে পাতার মতো অসহায়
আত্মসমর্পণে বাধা পড়লো,
স্বপ্নচূড়ায় উঠতে গিয়ে
সত্যি সত্যিই
স্বপ্ন গুলো ভেঙে গেলো!
আমারও তোমাকে কিছু বলার ছিলো,
বলার জন্য কিছু একলা সময়ের
প্রয়োজন ছিলো, সময় গুলো
ভীড়ের মাঝে হারিয়ে গেলো!
তাই তো এখন আমি বলি না কাউকে কিছু,
পাই না সাহস দেখার কোনো মানবিক স্বপ্ন,
কোনো কিছুই আর
পারি না বাসতে ভালো, আগের মতো!
এখন আমি নিজের মতো
একলা থাকি,
নিজে নিজেই পুড়ে মরি
প্রদীপের উপরে ঝাঁপ দেয়া
পতঙ্গের মতো,
মনে হয়, যেনো – এই বেশ ভালো!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় পরকীয়া অবস্থায় ধরা খেলো ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধকেমন আছো তুমি ?-দেবাশীষ সরকার এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে