অনুকাব্য বিশ্বাস
লেখক নাজনীন নাহার
ভালোবাসার দুই পিঠেই থাকে,
ভালোবাসার আলাপন,সুগন্ধি,
বিশ্বাস,সম্মান আর মাদকতা।
সেই ভালোবাসার,
কোন একটা পিঠের
যখন রঙ বদলে যায়।
তখন তো,
তা আর ভালোবাসা থাকে না।
থাকে শুধু দায়বদ্ধতা।
বা দায়সারা হাঁ হুম!
সেই দায়বদ্ধতার নাম আর যাই দেই।
আমি অন্তত ভালোবাসা দিব না।
Advertisement