বুকপকেটের বাজেট! -কবি আব্দুল্লাহ আল নোমান‘এর কবিতা

0
299
আব্দুল্লাহ আল নোমান

বুকপকেটের বাজেট!

কবি আব্দুল্লাহ আল নোমান

উঠিয়ে নাও বালিকা তোমার,
ভালোবাসার টু-লেট;
তোমার জন্য দিয়েছি এবার,
বুকপকেটের বাজেট!

আমার বাজেটে সংখ্যা অনেক,
না যাবে না গোনা;
বাজেট জুড়ে কেবল তোমার,
অভিলাষই বোনা!

লক্ষ-কোটির ঘাটতি নেই,
নেই ঋণের পাহাড় কোনও;
এই বাজেটে তোমার জন্য,
রেখেছি সিঙ্গাপুরের স্নো!

ভুটানের সুখ রেখেছি,
বুকপকেটে পুষে;
ম্যাপল পাতার দেশ রেখেছি,
কোটি টাকার ঘুসে!

এখন তুমি ইচ্ছা হলে খেতে পারো,
তোমার প্রিয় ক্যাভিয়ারের স্যুপ;
ইচ্ছা হলে দিন-দুপুরে দিতেই পারো,
লাস ভেগাসে ক্যাসিনোতে ডুব!

গুটিয়ে নাও বালিকা তাই,
প্রেমিক ধরার নেট;
সত্যি এবার দিয়েছি আমি,
বুকপকেটের বাজেট!

Advertisement
উৎসআব্দুল্লাহ আল নোমান
পূর্ববর্তী নিবন্ধফ্যাল ফ্যাল চেয়ে থাকি -কবি আসাদজামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধভালোবাসা ‘কুইট’ করা যায় না -কবি মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে