বুনোফুল
কবি বনশ্রী বড়ুয়া
পথের ধারে কিংবা ঝাউ বনের পাশে,
যে বুনোফুলটা ফুটে আছে আপন মনে,
জন্মে যার অবহেলা,অবজ্ঞা আর গ্লানিতে….
নাইবা থাকলো সু-উচ্চ প্রাচীর,
নিড়ানি অথবা মালীর নরম হাতের পরশ!
তবু তার সৌন্দর্যে বিমুগ্ধ প্রকৃতি!
বুনোফুলের মাদকতায় রোজ নেশা জাগে কত কবির!
কত কবিতার বিবর্ণমুখে আসে হাসি!
জন্মমাত্র সদ্যোজাত কবিতার আর্তনাদ…
হয়ত বুনোফুল,
মালা গেঁথে উঠেনি খোঁপায়;
হয়ত সাজায়নি কোন অধিকারের বাসর
সে অক্ষমতা বুনোফুলের নয়,
খোঁপার অথবা মালীর…
অথবা টুনকো অধিকারের…..।
শ্রী..
Advertisement