বৃত্তবন্দী জীবন -কবি পলি শাহিনা‘এর কবিতা

0
304
Poly Shahina

বৃত্তবন্দী জীবন

কবি পলি শাহিনা

প্রতিদিন হন্যে হয়ে
কিসের পেছনে ছুটছি ,
গন্তব্য কোথায়!
খুব ইচ্ছে করে বাড়ী যেতে
বাবা-মায়ের কাছে।
পেছনে তাকিয়ে দেখি-
খাঁ খাঁ শূন্যতা ;
কোথায়ও কেউ নেই।

গোটা জীবনটাই মনে হয় বিভ্রম।
কোথায়ও যাওয়ার জায়গা নেই।

জীবন নামক এই একমুখী রাস্তায়
শুধুই সামনে হেঁটে যেতে হয়,
পেছনে ফেরার কোন সুযোগ নেই।

Advertisement
উৎসPoly Shahina
পূর্ববর্তী নিবন্ধএকটাই শোক -কবি আসাদ জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় বিএনপির মেয়র প্রার্থীদের উঠান বৈঠক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে