বৃত্তে -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
322
Shaheena Ronju

বৃত্তে

কবি শাহিনা খাতুন

তুমি আমায় ত্যাগ করে
কী দেখতে চেয়েছো?
তোমায় ভুলেছি কিনা
এ তোমার কেমন খেলা প্রভূ?
আমিতো ভুলে গেছি
আমিতো হেরে গেছি।
পাঠালে মায়াময় ভুলের জগতে
ভুলের সংসারে বসে তোমার মালা গাঁথি।
নিজস্ব একটা পাহাড় আছে আমার
ভুলের পাহাড় যার স্রষ্টা আমি নিজেই
তোমাকে দেখার সময় আর নেই
একটা কোদাল হাতে নিয়ে
এ পাহাড় কাটতে বসেছি।
হয়তো একদিন পাহাড় কাটা শেষ হয়ে যাবে
আমি দেখবো
আমি দাঁড়িয়ে তোমার বৃত্তে
তুমি দাঁড়িয়ে আমার বৃত্তে।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধআমার ভূবন -মোহাম্মদ আলী রনজু‘এর ছড়া
পরবর্তী নিবন্ধউত্তরা গণভবন: রাজকীয় সোনালী স্মৃতি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে