বৃত্তে
কবি শাহিনা খাতুন
তুমি আমায় ত্যাগ করে
কী দেখতে চেয়েছো?
তোমায় ভুলেছি কিনা
এ তোমার কেমন খেলা প্রভূ?
আমিতো ভুলে গেছি
আমিতো হেরে গেছি।
পাঠালে মায়াময় ভুলের জগতে
ভুলের সংসারে বসে তোমার মালা গাঁথি।
নিজস্ব একটা পাহাড় আছে আমার
ভুলের পাহাড় যার স্রষ্টা আমি নিজেই
তোমাকে দেখার সময় আর নেই
একটা কোদাল হাতে নিয়ে
এ পাহাড় কাটতে বসেছি।
হয়তো একদিন পাহাড় কাটা শেষ হয়ে যাবে
আমি দেখবো
আমি দাঁড়িয়ে তোমার বৃত্তে
তুমি দাঁড়িয়ে আমার বৃত্তে।
Advertisement