বৃষ্টি আর কবিতা
কবি পলি শাহিনা, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
তোমার কবিতার মতো ঝুম বৃষ্টি নেমেছে।
তোমার গলার মতো নরম ছন্দে বৃষ্টি ঝরছে।
জল থইথই আয় বৃষ্টি ঝেঁপে আয় অঝোর ধারায়,
আকাশ ফুঁড়ে আমার আধখোলা জানালায়।
জানালার এদিকে আমি, ওদিকে তুমি
আমার অধর ছুঁয়ে বিন্দু বিন্দু জল,
আসলে জল নয়, কবিতা।
কবিতা আমার প্রেমিক, মুগ্ধ ভালোবাসা।
কাঁপছি উচ্ছ্বাসে মুহূর্মুহু বৃষ্টিজলে
তোমার কবিতা-শব্দে, গভীর মিলনে।
তোমার স্বর বৃষ্টির ক্যানভাস জুড়ে
ভিজছি আমি সে মায়াবী কন্ঠস্বরে।
বৃষ্টি ঝরছে উড়ে উড়ে আকাশ ভেঙে
আমার চোখের ঘুম ঘুম মেঘ সরিয়ে
টকটকে লাল – সবুজ তৃষ্ণা বুকে
ডুবছি আমি কাব্য কাব্য বৃষ্টি জলে।
Advertisement