বৃষ্টি কথা -কবি নির্মল এস পলাশ‘এর কবিতা

0
392
কবি নির্মল এস পলাশ

বৃষ্টি কথা

কবি নির্মল এস পলাশ

জলশাড়িটা জড়িয়ে
বৃষ্টিরাণী লুটিয়ে পড়ে
সবুজ পাতা, ফুলে – ফলে

আমারও সারাটা দিন
মেঘবরণ আকাশ ,
টুপটাপ – টিপটপ বৃষ্টি।

আঁচলে বেঁধে সূর্যকে
জলে – জলে ভিজেছে
মাটি, মন আঁধার।

রোদ চুরি করেছে বৃষ্টি,
কিশোরী ব্যাঙ পেল
জীবনের স্বাদ।

আকাশ জুড়ে মেঘের ছায়া
সূর্যটা নিদ্রিত বৃষ্টির প্রেমে
বহিবে বৃষ্টি মন নোঙরে।

Advertisement
উৎসনির্মল এস পলাশ
পূর্ববর্তী নিবন্ধকবি শাহিনা খাতুন‘এর দুটি কবিতা
পরবর্তী নিবন্ধআবার হবে দেখা -কবি সফিয়া জাহির, হোয়াইটহ্যাভেন, ইউকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে