বড়াইগ্রামে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান

0
782
Boraigram-Adivashi

কালিদাস রায়, নাটোরকন্ঠঃ
দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যেই নাটোরের বড়াইগ্রামে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, উপকরণ ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা উপবৃত্তির নগদ টাকা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, বড়াইগ্রাম উপজেলা সভাপতি যাদু কুমার দাস, সাধারণ সম্পাদক শিবেন মাহাতোসহ সংগঠনের জেলা ও উপজেলার শাখার বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৩২৭জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ৫০জনকে শিক্ষা উপকরণ এবং ৩০জন মেধাবী শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধ৭০লাখ টাকার টেন্ডার হাতছাড়া! হাসপাতালের কর্মচারীকে মারপিট করলেন ঠিকাদার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে