বড়াইগ্রামে পচা চাউল বিক্রির দয়ে তিনজনের কারাদন্ড

0
750
Natore-Boraigram

স্টাফ রিপোর্টার নাটোর

নাটোরের বড়াইগ্রামে পচা ও দুগন্ধযুক্ত চাল বিক্রি ও সংরক্ষণ মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার এই আদেশ দেন।

জানা যায়, ২০১১সালের ৮জুলাই বড়াইগ্রাম পৌরশহরের কালিকাপুর এলাকায় চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার পচা ও দুগন্ধযুক্ত চাল বিক্রি এবং সংরক্ষন করে।পরে ভ্রাম্যমান আদালত খবর পাওয়ার পর তৎকালীন স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার সরকার সহ অন্যন্যরা ওই চাতালে অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমান আদালত চাল জব্দ করে।

এই ঘটনায় তৎকালীন স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার সরকার চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার, সহযোগি আব্দুল লতিফ এবং গোলাম রসুলের নামে নিরাপদ খাদ্য আইনে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমান শেষে আজ দুপুরে বিচারক আব্দুর রহমান সরকার চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকারকে ৫বছরের কারাদন্ড এবং ১লাখ টাকা জরিমানা এবং অপর দুই সহযোগি আব্দুল লতিফ ও গোলাম রসুলকে ৩বছর কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। পরে আসামীদের নাটোর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়া ২৪ টি ঘর দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোরে মাদক বিক্রির প্রতিবাদ করায় পিতা পুত্রকে মারধর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে