“ভালবাসার ফেরিওয়ালা”- আবু জাফর সিদ্দিকী

0
605
জাফর

ভালবাসার ফেরিওয়ালা
আবু জাফর সিদ্দিকী

ভালবাসার সন্ধান করি
কোথায় গেলে পাওয়া যায়?
ভালবাসায় কেমন অাশা
কাঁদায় নাকি হাসায়?

ভালবাসা কোথায় অাছে
স্থলে নাকি জ্বলে?
ভালবাসলে তারে কি
যায় কখনো ভূলে?

কোথায় অাছে ভালবাসা
নদীতে না সাগরে?
ভালবাসার মানুষ
রয়ে যায় অন্তরে।

পাইনা কোথাও ভালবাসা
পাবো বলো কোথায়?
সেখানে কি পাবো খুঁজে
হারিয়েছি যেথায়।

ভালবাসা খুঁজতে অামার
বয়ে যায় সারাবেলা,
ভালবাসা চাই অামি
ভালবাসার ফেরিওয়ালা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএখন নন্দিতা/ কাজী লাবণ্য’র কবিতা
পরবর্তী নিবন্ধএকুশ ভাবনার অমরত্ব/ কাজী আতীকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে