ভিক্ষাং দেহি….. -কবি গৌতম চট্টোপাধ্যায়‘এর কবিতা

0
533
Goutam Chattopadhyay

ভিক্ষাং দেহি…..

কবি গৌতম চট্টোপাধ্যায়

সব কিছুর মধ্যে আবৃত
হয়ে আছি আমি, তুমি,
এই সীমাহীন সীমান্ত,
পরম উষ্ণতা,অনুভব,
এ আকাশ….এ সূর্য আর প্রেম…,
সব কিছুর মধ্যে অন্তহীন অন্তঃস্থিত আকঙ্খার
তারা মিট্ মিট্ করে চায়..,
অনাবিল অনাবিষ্কৃত আনন্দ প্রবাহ
কখন যে পাশবিক হিংস্রতার
রক্ত বিন্দু হয়ে ঝরে
আর্তনাদ করা বিবেকের বুক থেকে
টেরই পাই না!
কখন যে ক্রমশঃ অপসৃয়মান
মানবিকতার পদচিহ্ন ধূসর ধূম্রপানের মতো বিলীন হয়
ফেন ওড়ানো সামুদ্রিক ঢেউয়ে….,ক্ষতবিক্ষত..!
অন্তহীন আসা আর যাওয়ার ফাঁস
ফাঁক ফোকর গলে; বিকশিত সভ্যতার চুন সুরকি
হয়ে খসে পড়ছে ঝুর ঝুর করে…!
কত স্পর্শকাতর সম্পর্কের ইঁট খসে গেছে
কত আত্মীক পলেস্তরা ভেঙে ভেঙে চুরমার
কত গান, কত ঝঙ্কার বিস্মৃত;
সুরহীন কাব্যিক মূর্ছনা কালগত বীভৎস কোটরে!
মুমতাজ, কাঁদে আজ, তাজমহলে;
প্রেমভিক্ষা, শাহজাহান রূপী মানুষের কাছে
এ বিনাশকালে।।।।

Advertisement
উৎসGoutam Chattopadhyay
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের শুভেচ্ছা উপহার ফুটবল বিতরণ করলেন মেয়র
পরবর্তী নিবন্ধনাটোরে আজ এমপির শ্যালক সহ তিনজন করোনা আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে