ভুলের ঐশ্বর্য
কবি রুমি চৌধুরী
ভুলের ঐশ্বর্য গড়ে গ্লানির পাহাড়
বন্ধ মনের কপাট আড়ষ্ট লজ্জায়
মগজের মানচিত্রে মন্বন্তরের দাগ
গোপন সুরঙ্গ পেয়ে বয়েসী ঘুণপোকা
নিশ্চিন্তে বাস করে বুকের তোরঙ্গে।
ঝুরঝুর ঝরে যায় হৃদয়ের ছাদ
ক্রমেক্রমে খসে পড়ে পলেস্তারা
বাতাসে ছড়িয়ে থাকা সেসব কুচি
যেন জীবন সাঙ্গ করা একেকটি লাশ!
যেন নিঃশব্দে বলে চলে বোবা ইতিহাস।
Advertisement