“মনতিয়াসির মেঘের গান “- শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল এর কবিতা

0
336
কবি-এনকে

মনতিয়াসির মেঘের গান

—শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল

মেঘলা বেলায় মেঘের ফাঁকে
চিলতে খানেক রোদ,
ব‍্যার্থ কোনো মেঘপ্রেমিকের,
নীরব প্রতিশোধ।।

বৃষ্টি আনে হৃদয়ঘরে
ঘুমপাড়ানি গান,
ডুবলো শহর জমিয়ে বুকে,
নীরব অভিমান।।

মেঘ জমে কি তোর পাড়াতে?
এখন কি আর ভিজিসনা?
জল টুপটুপ মেঘলাদিনে,
বৃষ্টি ছুঁয়ে দেখিসনা!

তোমার চোখের ঐ আলেয়ায়
জাফরানী রং কাব্য,
জলফোয়ারার জল সোহাগে,
নদীও যে আজ নাব‍্য।।

শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল
চন্দননগর, হুগলী,
ওয়েস্টবেঙ্গল

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“তারুণ্য” কবি সুপ্তি জামান’এর কবিতা
পরবর্তী নিবন্ধ“রক্তখুন”- আসাদজামানের প্রেমের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে