মসুরের চাষ হতো
কবি আসাদজামান
তহির ও নহির দুই, সহোদর ভাই
জমিজমা ছিলোনা দিনমুজুর তাই।
তহির বেশিই কাছের নহিরটা দূরে
দু’জনের একই গান, করুন সুরে।
আমাদের ক্ষেতে হতো মসুরের চাষ
রাত জেগে জেগে তহির,করতো কাজ
দিনে অনেক তাপ, জোছনাময় রাত
তাইতো দিনের কাজে রাতের বরাত।
বাবায় ডাকতো কাকা আমাদের দাদা
আর যাই হোক তার, দিল ছিল সাদা।
সারারাত একাএকা মসুর সে তুলতো
মনভরে গেয়ে গান দুঃখটা ভুলতো।
বাড়িতে এলে পরে দজ্জাল বউটা
চাল নেই ,নুন নেই,আরো এটা ওটা
এই নিয়ে সারাক্ষণ ঝগড়াটা চলতো
দুই তিনদিন তারা কথা নাহি বলতো।
তারপর পেটে খিদে আগের সে নামতা
বাজে পুরোনো রেকর্ড দেখে আমজনতা।
অভাবের সংসারে আসলে সুখ এই
তা না হলে কবেই জীবন হারাতো খেই!
তহির অথবা নহির কেউ তারা বেঁচে নেই
তবুও জীবন চলে আগেকার নিয়মেই।
এখনও ক্ষেত আছে, মসুরের হয় চাষ
আগেকার ভালোবাসা এখনো বারোমাস।
০৬.০৮.২০২০
Advertisement