মসুরের চাষ হতো -কবি আসাদজামান‘এর কবিতা

0
253
Md Asaduzzaman

মসুরের চাষ হতো

কবি আসাদজামান

তহির ও নহির দুই, সহোদর ভাই
জমিজমা ছিলোনা দিনমুজুর তাই।
তহির বেশিই কাছের নহিরটা দূরে
দু’জনের একই গান, করুন সুরে।

আমাদের ক্ষেতে হতো মসুরের চাষ
রাত জেগে জেগে তহির,করতো কাজ
দিনে অনেক তাপ, জোছনাময় রাত
তাইতো দিনের কাজে রাতের বরাত।

বাবায় ডাকতো কাকা আমাদের দাদা
আর যাই হোক তার, দিল ছিল সাদা।
সারারাত একাএকা মসুর সে তুলতো
মনভরে গেয়ে গান দুঃখটা ভুলতো।

বাড়িতে এলে পরে দজ্জাল বউটা
চাল নেই ,নুন নেই,আরো এটা ওটা
এই নিয়ে সারাক্ষণ ঝগড়াটা চলতো
দুই তিনদিন তারা কথা নাহি বলতো।

তারপর পেটে খিদে আগের সে নামতা
বাজে পুরোনো রেকর্ড দেখে আমজনতা।
অভাবের সংসারে আসলে সুখ এই
তা না হলে কবেই জীবন হারাতো খেই!

তহির অথবা নহির কেউ তারা বেঁচে নেই
তবুও জীবন চলে আগেকার নিয়মেই।
এখনও ক্ষেত আছে, মসুরের হয় চাষ
আগেকার ভালোবাসা এখনো বারোমাস।

০৬.০৮.২০২০

Advertisement
উৎসMd Asaduzzaman
পূর্ববর্তী নিবন্ধকবি শাহিনা খাতুন‘এর একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধলালপুরের বন্যাদূর্গত চর এলাকায় ত্রাণ বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে