মাতৃঘাতী হিংসারা
বিপুল অধিকারী
প্রাচীন এক গন্ধের মত
খুব আড়ালে আমাদের মগজে থেকে যায় যাবতীয় হিংসা;
আর একদিন প্রকাশ্য হলে—
আমূল বদলে গিয়ে জিঘাংসায় রূপ নেয়!
জান্তব নখর আর শুয়োরের বিটকেলে দাঁতের
অস্পৃশ্য প্ররোচনার মত যৌথ দাপটে
ডেকে আনে কপট অন্ধকার!
সেই অন্ধকার আমাদের সারা গায়ে লেপটে থাকে
ছোপ ছোপ রক্তের মত,
বহু শতাব্দীর অনাঘ্রাত পচা আর গলিত কাদা যেন;
চক্ষে দ্যাখা যায় না সে’ সব–গা ঘিনঘিন করে–এমন!
অথচ অনায়াস সাধ্য করে
সে’ সব হিংসা—নর্দমা-কীট—ঘুমিয়ে থাকে আলগোছে
আমাদেরই করোটির ভেতর;
আমরা বুঝি না কিছু—,আমরা দেখি না কিছু;
আর কী আশ্চর্য, এই আমরাই তাহাদের মাতৃদেহ!
দিনে দিনে বেড়ে ওঠে পরম যত্নে, নিরাপদে;
আর একদিন প্রকট হয়ে উদর ফুঁড়ে
ভূমিষ্ঠ হয় বেশুমার অন্ধকারে—
তারপর সাঙ্ঘাতিক ভাবে মাতৃঘাতী হয়ে ওঠে!
—
১১ আগস্ট ২০২০
ধানমণ্ডি, ঢাকা
Advertisement