মানুষ আবার কবে হবে শ্রেষ্ঠ প্রাণী? -কবি তাহমিনা মুন্নী‘এর কবিতা

0
553
Tahomina Parvin

মানুষ আবার কবে হবে শ্রেষ্ঠ প্রাণী?

কবি তাহমিনা মুন্নী

এই মানুষই রক্তখেকো আজব প্রাণী
হিংস্রনাশক প্রাণহারক অগ্নিদামিনী
মারছে পিষে বিবেক বোধ আর স্নেহ প্রীতি ডোর
দেখছে না আর রৌদ সোদাময় সোনাঝরা ভোর।
কি নিয়ামক লীলাভূমে কত আয়োজন
সব মানুষই সবাই আপন সবাই প্রিয়জন
তবে কেনো বিভেদ ভুলে রক্ত খেকো দল
পশু বৃত্তি ধরাধামে কিসের বাহুবল!

ওই আকাশে চেয়ে দ্যাখো শুভ্র কপোত নীল
ভালবাসার রঙিন আভায় শত পাখির ঝিল।
ওরা অবুঝ তবু্ও সাম্যের গান গেয়ে যায় রোজ
অর্থলোলুপ বোধ বিবেকহীন মানুষ নেয়না খোঁজ।
অথচ স্রষ্টার সৃষ্ট সেরা জগৎ প্রাণী
কিসের মোহে কোন সাজসে হিংস্র দামিনী
তবে বুঝি নুয়ে গেছে সেই সে মায়াবন
ভালবাসায় জড়াজড়ি প্রীতিময় বন্ধন!

যে জীবনে নেই মানসবোধ তাকে কি মানুষ বলে?
ধুয়ে মুছে সব করেছে সাফ লোলুপ যাঁতাকলে।
এরই মাঝে নিষ্পেষিত স্বপ্ন উছাটন—
বাঁচার আশায় বাঁচে না আর সাধক ভজন মন
বিহঙ্গেরা যাচ্ছে গেয়ে তবুও সাম্যের গান
অমানুষের বোধ খুলিতে চেষ্টা অনির্বাণ
শুচির আভায় মিটিয়ে দেবে জীবনের ভুল চুক
নতুন রবির রশ্মি জ্বলে কুসুম কুসুম সুখ।
সেই সুখেতে যাবে কি মুছে সকল গ্লানি
মানুষ আবার কবে হবে শ্রেষ্ঠ প্রাণী?

Advertisement
উৎসTahomina Parvin
পূর্ববর্তী নিবন্ধএবার নাটোরের লালপুরে আরো একজন করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধশিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পীদের উপহার সামগ্রী বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে