মানুষ “হ”
কবি নুর মহাম্মদ
মানুষ হরে মন আগে তুই মানুষ “হ”
নিজের সপ্ত তালা খুলে আগে তুই মানুষ “হ”
সৃষ্টিকর্তা দম দিয়ে পাঠিয়েছে এই ধরায়
অন্যকে নয় নিজেকে খুঁজতে।
মানুষ হরে মন আগে তুই মানুষ “হ”
যার নুরেতে জগৎ সৃষ্টি
তারেই বানাই সাধারণ।
মানুষ আমি হব কি করে?
অন্ধকারে থেকে গেলাম চিরকাল।
মানুষ হরে মন আগে তুই মানুষ “হ”
যাতপাতের ঐ বিভেদ না খুঁজে
নিজেরে খোঁজ যতন করে।
দুই হাত দুই পায়ে জন্ম নিয়ে
মানুষ হলাম কেমন করে?
মানুষ হরে মন তুই আগে মানুষ “হ”
Advertisement